রংপুরে বাস চাপায় নাইট গার্ডের মৃত্যু

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরে শাহ আলী নামের একটি বাসের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামে এক নাইড গার্ডের মৃত্যু হয়েছে। নিহত একাব্বর আলী রংপুর নগরীর তাজহাট থানাধীন ভি.আই.পি শাহাদাৎ কোল্ড স্টোরেজের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

জানা গেছে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট গলাকাটা মোড় এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন একাব্বর আলী।

নিহত একাব্বর আলী পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে -সকালে শাহ আলী নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী একাব্বর আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে একাব্বর আলীর মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় একাব্বর আলী।

সড়ক দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম সরদার জানান- দূর্ঘটনার খরব পাওয়া মাত্রই তাহজাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরাদেহ পরিবারের লোকজনের হাতে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় তাজহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তবে ঘাতক বাসটি ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ফলে তাকে আটক করা সম্ভব হয় নি।