লালমনিরহাটের হাতীবান্ধার একটি খামারে শিয়ালকে মারতে গিয়ে নিজেই মারা পড়লো এক খামারী

এ, এল, কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ, এল, কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ, এল, কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২১ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকায় মুরগির খামার শেয়াল ও চুরি  থেকে মুরগী রক্ষা করতে  প্রতিদিন রাতে খামারের  চারিদিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে আজ সে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজে বীরেন চন্দ্র (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বীরেন চন্দ্র হাতীবান্ধা উপজেলার দক্ষিন গোতামারী এলাকার মনোরঞ্জন বমর্নের পুত্র।

রোববার (৪ জুলাই) সকালে লেয়ারের খামারে কাজ করতে গিয়ে বীরেন চন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাকে ছাড়ানোর পর স্থানীয় ডাক্তারকে দেখালে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বীরেন চন্দ্র লেয়ার মুরগির খামারে কাজ করতেন। আজ অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এবিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, বৈদ্যুতিক শকে একজনের মৃত্যুর খবরটি শুনেছি, ঘটনা বিস্তারিত জানার পর একটি অপমৃত্যু মামলা হবে।