ধামইরহাটে অসহায় পরিবারের চুরি যাওয়া গরু-বাছুর উদ্ধার করলো থানা পুলিশ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর ধামইরহাটে অসহায় পরিবারের চুরি যাওয়া গরু-বাছুর উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। অর্ধ লক্ষাধিক টাকার চুরি যাওয়া গরু চুরির ৩ দিনের মাথায় পুলিশের সহায়তায় ফেরত পেয়ে ভুক্তভোগী পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাথে চোরদেরও শ্রীঘরে পাঠিয়েছে থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর এলাকার এনায়েত আলীর ছেলে মো. ওয়াসিম আকরাম রাতের খাবার খেয়ে ৩১ আগস্ট’২১ তারিখ রাতে ঘুমিয়ে পড়ে ১ সেপ্টেম্বর ভোর ৫ টায় গোয়াল ঘরে প্রবেশ করে দেখে তার গরু-বাছুর চুরি গেছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ৪ সেপ্টেম্বর স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গরু-বাছুর সহ গরু চোর রামচন্দ্রপুর গ্রামের শাহজাহানের ছেলে ফারুক হোসেন (৩২) ও কেরামত আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে ওয়াসিম আকতার বাদী হয়ে ধামইরহাট থানায় গ্রেফতার কৃত আসামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চুরি বিষয়ে গ্রেফতার কৃত আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, পলাতক আসামীদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে।