ঘোড়াঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২১ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২১

দিনাজপুর ঘোড়াঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবলু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকাল অনুমানিক ৮:০০ ঘটিকায় নিজ জমিতে বিদ্যুৎতায়িত হয়ে তিনি মারা যান। নিহত বাবলু মিয়া উপজেলার ১ নং বুলাকীপুর ইউপির হরিপাড়ার মৃত কোরবান আলীর ছেলে।

এলাকা বাসির সূত্রে জানাযায়,সকাল বেলা বিকট শব্দে বিদ্যুৎ এর কোন একটা সংযোগের বিস্ফোরণ ঘটে।পরে নিহত বাবলু মিয়া তার জমিতে গেলে খুটির সাথে আরথিং এ বিদ্যুৎ তায়িত হয়ে ঘটনাস্থল তিনি মারা যান।

পুলিশ জানায়,বরেন্দ্র বহুমুখী সেচ পাম্পের ট্রেনাসফর্মার সাথে থাকা বিদ্যুৎ নিরোধক বিস্ফোরণের ফলে আরথিং লাইনটির মধ্যেও বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে এবং সে সময় বাবলু মিয়া তার জমিতে গেলে আরথিং লাইনে বিদ্যুৎ তায়িত হয়ে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান,সশরীরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পারিবারিক কোন অভিযোগ না থাকায় দাফন এর জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সেই সাথে থানায় একটি অপমৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। 

এসময় হাকিমপুর -ঘোড়াঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল-রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেন।