গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকসহ নিহত-২

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২১ | আপডেট: ৭:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কে উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২৫) ও পন্ডিতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া (২৭)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে সারাই গ্রামে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়।' এসময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা ফুল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় সাপমারা ইউনিয়নের সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জি।

মোটরসাইকেল দূর্ঘটনার খবর শুনে তৎক্ষণাৎ এলাকায় ছুটে আসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।