জাতিসংঘের শুভেচ্ছা দূত হাতিয়ায়

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

জাতিসংঘ উন্নয়ন কর্মুুসুচির শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফররত রাজকুমারী ভিক্টোরিয়া আজ সকালে হাতিয়া হেলিকপ্টারযোগে উপজেলার বুড়িরচর ইউনিয়নে পৌঁছেছেন।
জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মো. আলী তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান  জানান, তিনি বুড়িরচর ইউনিয়নের নুতন সুইচ বাজার,গুচ্ছ গ্রামের জেলেপাড়া, নলচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি ভাসানচর যাবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান তাঁর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি,ও কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।