গাইবান্ধায় কঠোর লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতে ৪৭টি মামলায় অর্থদন্ড

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১ | আপডেট: ৯:১০ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১

গাইবান্ধায় কঠোর লকডাউনের প্রথম দিনে সাতটি উপজেলায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের ১২ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ান আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় এদিন ৪৭টি মামলায় ২৬ হাজার ২৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) জেলার সকল উপজেলায় করোনা সংক্রমণ ও বিস্তাররোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টিতে মোবাইল কোর্ট পরিচালনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। চলমান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। 

উল্লেখ্য, ১ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই সাতদিন দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।