রামগড়ে পাহাড় কাঁটার দায়ে আপন ব্রিকসকে ২০হাজার টাকা জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ১৯ জুন ২০২১ | আপডেট: ১:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের দাঁতারাম পাড়ায় বাজার চৌধুরীপাড়ায় অবস্থিত আপন ব্রিকস এর মালিক মোঃ নাসিরকে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(১৯ জুন) বিকেল ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দাঁতারাম পাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শিরিন আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেয়া হয়। এসময়, মাটি কাটার স্কেভেটর ড্রাইভার বলেন, আপন ব্রিকস এর মালিক মোঃ নাসির নতুন ব্রিকস করার জন্য মৌখিক চুক্তিতে পাহাড় কাঁটার চুক্তি দেন।

রামগড় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শিরিন আক্তার বলেন, পাহাড় কাঁটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি ভরাটের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাঁটার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।