খুটাখালীতে তালা ভেঙ্গে দোকান চুরি

মোঃ সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৪১ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে তৌহিদুল ইসলামের বিকাশ ও পত্রিকার হকারের দোকান চুরির অভিযোগ উঠেছে। 

ররিবার ভোররাত ৩টার দিকে দোকান চুরির ঘটনা ঘটেছে।প্রতিদিনের ন্যায় সোমবার সওদাগর দোকানে আসার পর বিষয়টি জানাজানি হয়। 

দোকান চুরির অভিযোগে তৌহিদ জানান,আমি রবিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।সোমবার যথাসময় ৭টার দিকে আসলে দেখি দোকানের একপাশে গ্রিলের তালা খোলা।দেখে আমি হতভম্ব হয়ে পড়ি।

পরে পাশের দোকানদারকে ডেকে দোকান ঢুকি।তখন দেখলাম ক্যাশের তালা ভাঙ্গা।তখন সবকিছু চেক করতে গিয়ে দেখি,একজনের জমা দেওয়া ২০হাজার ২শত টাকা,মোবাইল রির্চাজ কার্ড ১১হাজার ৪টাকার,টেলিটক সিমকার্ড ৫পিচ,৫টাকার পয়সা ১৭শত টাকা,আমার ক্যাশে থাকা প্রায় ৮হাজার টাকা নিয়ে যায়।বাজার কমিটি বিচারটি হাতে নিয়েছেন।উনার কোন সুরহা দিতে না পারলে আমি মামলা করবো।

এবিষয়ে খুটাখালী বাজার ব্যবস্হাপনা কমিটির সেক্রেটারী বেলাল উদ্দিন বলেন,দোকান চুরির খবর শুনে আমি দেখতে গিয়েছিলাম।কারা চুরি করতে পারে আমরা তদারকিতে আছি।সর্বশেষ কোন খবর না পেলে থানা মামলা করার পরামর্শ দিব।