লকডাউনের কারনে রংপুরে আম বিক্রি নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ন, ০২ জুলাই ২০২১ | আপডেট: ১১:১০ অপরাহ্ন, ০২ জুলাই ২০২১

রংপুরে করোনার বিস্তাররোধে সরকার কর্তৃক ঘোষিত বিধি নিষেধ পালনে লকডাউনে আম বিক্রি নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।  জনসাধারণের অযথা বাড়ির বাইরে চলাচল ঠেকাতে আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা কাল হয়ে দাড়িয়েছে মৌসুমি ফল আম ব্যবসায়ীদের। রংপুর নগরীর বিভিন্ন রাস্তাঘাট সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের দখলে থাকায় লোকজন ইচ্ছামত বাড়ির বাহিরে এবং হাট বাজারে নির্বিঘেœ চলাচল করতে না পারায় পুর্বের মতো আম বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন রংপুর নগরীর লালবাগ রেলগেটে উন্মুক্ত স্থানের আম বিক্রেতারা। 

বিক্রেতারা জানায় স্বাভাবিক সময়ে তারা প্রতিদিন এক একজন বিক্রেতা ১৫ থেকে ২০ মণ আম বিক্রি করত। কিন্তু লকডাউনের ফলে লোকজন রাস্তায় বের হতে পারছে বলে তাদের বেচা বিক্রি কমে গেছে, ফলে প্রতিদিন তাদের ক্রয়কৃত কিছু আম পচে যাচ্ছে। অন্যদিকে যারা আম কেনার উদ্দেশ্যে বাজারে আসে তারাও বাজারে আমের চাহিদার চেয়ে যোগান বেশি দেখে কম দাম দিচ্ছে।

ফলে লোকসান দিয়ে বাজারে টিকে থাকতে হচ্ছে এই আম ব্যবসায়ীদের। তবে ব্যবসায়ীরা সরকারের কাছে দাবী জানিয়েছে রংপুরে আম সংরক্ষনের  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের।