বিএনপির সভাপতি চমক দিয়ে আ"লীগের সহ- সভাপতি নির্বাচিত

এ,এল,কে খান জিবু  লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ২০ জুন ২০২১ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

সদ্য ঘোষিত লালমনিরহাট আ"লীগের জেলা কমিটিতে চমক দিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী। ২০১৬ সালে তিনি ছিলেন ওই উপজেলায় বিএনপি’র সভাপতি।

গত ১৭ জুন জেলা আওয়ামী লীগের প্রকাশিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন তিনি।দলে যোগদানের ৫ বছরের মধ্যে জেলা কমিটিতে সহ-সভাপতি’র মত গুরুত্বপূর্ণ পদবী পাওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। তবে মোহাম্মদ আলীর দাবি, তিনি যখন আওয়ামী লীগে যোগদান করেন তখন প্রতিশ্রুতি ছিলো তাকে জেলা কমিটিতে রাখা হবে। সেই প্রতিশ্রুতিতে তাকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করা হয়েছে।

এ দিকে কমিটিতে উপযুক্ত পদ না পাওয়ায় ওই কমিটি’র যুগ্ম সম্পাদক গোলাম মেস্তফা স্বপনের সমর্থকরা লালমনিরহাট-রংপুর সড়ক অবরোধ করেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার তিস্তায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন তার সমর্থকরা।জানা গেছে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনে লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেয়া হলেও দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। পরে গত ১৭ জুন ৭৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওই কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানকারী ভেলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলীর নাম নিয়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। মোহাম্মদ আলী ২০১৬ সালের ১৮ মার্চ তৎকালীন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বর্তমানে পুর্ণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের হাতে ফুল দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে অনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, মোহাম্মদ আলী ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ১৯৮১ সালে ছাত্রলীগের প্যানেলে লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে প্রথম বারের মত ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।