ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে পুনরায় দেলদার হোসেন সভাপতি ও সম্পাদক শহীদুল ইসলাম

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সকাল ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম.পি আব্দুল মালেক সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধান বক্তা খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এম.পি, আমন্ত্রিত বক্তা নওগাঁ-৫ আসনের এম.পি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাবেক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, বিএমডিএর চেয়ারম্যান আকতার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের ২য় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতে পুনরায় দেলদার হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মো. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয়।