সুন্দরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিন জামায়াত কর্মী গ্রেফতার

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর আরও তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ-নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে আব্দুল হাই (৪০) ও একই গ্রামের মৃত শমশের আলীর ছেলে নুর আলম (৩৮)।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান তিন জামায়াত কর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা সকলেই জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।