প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ধামইরহাটে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের কুশপুত্তালিকা দাহ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:২১ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে কেন্দ্রীয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য’ দেওয়ায় এবং বিরুপ মন্তব্য (কটুক্তি)  করায় ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় দলীয় কার্যালয় চত্বরের সামনে প্রধান সড়কের পাশে ওই বিএনপি নেতা কুশপুত্তলিকা দাহ করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে কুশপুত্তলিকা দাহ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সম্পাদক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, ছাত্রলীগ নেতা তুষার, প্লাবন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তি দাবী করেন।