ধামইরহাটে সাংবাদিক সম্মেলনে উমার ইউপি চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উমার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক সরকার স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। ১২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় টিএন্ডটি মোড়স্থ্য নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মী বান্ধব ও প্রবীন জনসেবক ওবায়দুল হক সরকার তার নির্বাচনী ইশতেহারে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন, আমি বিজয়ী হলে মাননীয় সাংসদ শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় উমার ইউনিয়নে শতভাগ সকল সমস্যা সমাধান করা হবে, সেবা প্রত্যাশীদের সকল কাজ বিনা পয়সায় করা হবে, নওগাঁ জেলায় উমার ইউপিকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে, আমি আমার সকল ভোটার, কর্মী-সমর্থক ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি ও উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।’
সম্মেলনে উমার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা গোলাম রব্বানী, আহসান হাবীব, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক সুফল চন্দ্র, সোহেল রানা, উজ্জল হোসেন, মেহেদী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।