পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও স্বাধীনতা, গনহত্যা দিবস উদযাপনের প্রস্ততিমূলক সভা

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২২ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২৫শে মার্চ গণহত্যা দিবস ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, প্রমূখ। সভায় উল্লেখিত দিবসগুলো পালনের যথাযথ প্রস্তুতি নেওয়া হয়।