ধামইরহাটে পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার-সম্পাদক রামজনম রবিদাস পুনরায় নির্বাচিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকারের সভাপতিত্বে ও সম্পাদক রামজনম রবিদাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদের নওগাঁ জেলা সভাপতি পিযুষ কান্তি সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, যুগ্ম সম্পাদক শ্রী প্রতাপ চন্দ্র সরকার, জেলা কমিটির সদস্য  শ্রী সুবেদ সাহা, ধামইরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সম্পাদক তাপস পাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ২য় অধিবেশনে সাবজেক্ট কমিটির ১১ ভোটের ৮ ভোট পেয়ে বৈদ্যনাথ কর্মকার পুনরায় সভাপতি ও ১১ ভোটের সম্পূর্ণ ভোটেই রামজনম রবিদাসকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে  জেলায় প্রেরণের নির্দেশ প্রদান করেন ২য় অধিবেশনের সভাপতি হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার।