রাঙামাটির কাপ্তাইয়ের লোকালয়ে ১৫ফুট দৈর্ঘ্যের অজগর

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে প্রায় ২০থেকে ২২কেজি ওজনের ১৫ফুট দৈর্ঘ্যের অজগর সাপ।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে কাপ্তাই'র ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকায় স্থানীয় তরনমনি তনচংগ্যা এই অজগর সাপটি দেখতে পায়। এসময়, সাপটাকে ধরে বস্তাবন্দী করে এবং কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেয়।

পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে নিয়ে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যায়। সেইখানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা।