বড় অঙ্কের জরিমানা থেকে রক্ষা নেইমারের

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

 পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। তার সেই জরিমানা মওকুফ করেছে ব্রাজিলের একটি আদালত।
সংবাদ সংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, গতকাল আদালতের রুল হাতে পেয়েছে। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোন পরিবেশ বিষয়ক লাইসেন্সের দরকার নেই।
নেইমারকে জরিমানা করেছিল মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। নেইমারের বাড়ি নিয়ে তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।
ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কিনে ছিলেন নেইমার। ঐ বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।