আইপিএল ছেড়ে দেশে ফিরলেন মার্শ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

হ্যামস্ট্রিং ইনজুরি চিকিৎসার জন্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।
আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে আছেন মার্শ।
টি-টোয়েন্টি বিশ^কাপ আসন্ন থাকায়, মার্শের ইনজুরি নিয়ে চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এজন্য চিকিৎসার জন্য দ্রুতই মার্শকে দেশে ফিরিয়ে নিয়েছে সিএ। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মৌসুমে মার্শ আবারও আইপিএলে খেলতে নামবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।
গত ৩ এপ্রিল কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে সর্বশেষ ম্যাচ খেলেন দিল্লির মার্শ। ঐ ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি। এরপর দিল্লির সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মার্শ।
চলতি মৌসুমে ৪ ম্যাচ খেলে ৬১ রান এবং ১ উইকেট শিকার করেছেন মার্শ।