খাগড়াছড়িতে করোনায় চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যুু

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২১ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে দীঘিনালার সূর্য বানু(৮৫) নামে এক বৃৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬জুলাই) খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এ রোগীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ডা. রিপল বাপ্পী চাকমা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্য মতে, সূর্য বানু দীঘিনালা উপজেলার হাছিনসনপুর গ্রামের বাসিন্দা। গত ০২জুলাই করোনা আক্রান্ত হয়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ৩৬জন রোগী ভর্তি রয়েছে।

তাদের সবারই অক্সিজেন ব্যবস্থা রয়েছে। খাগড়াছড়িতে গত ২৪ঘন্টায় ৯২জনের নমুনায় ৩৩জন পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮হাজার ৪'শ ৭৬টি নমুনায় ১হাজার ৩'শ ৬৬জনের পজেটিভ শনাক্ত হয়েছে।