লালমনিরহাটে করোনায় ইউপি সচিব সহ ৩ জনের মৃত্যু; জেলায় মোট মৃত‍্যু ৫০

এ,এল,কে খান জিবু লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২১ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২১

লালমনিরহাটে আজ করোনায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় ইউপি সচিবসহ তিন জনের মৃত্যু হয়েছে। তিনজন সহ জেলায় মৃত্যুর সংখ্যা ৫০ জনে ।

রোববার (২৫ জুলাই) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লালমনিরহাট সদর উপজেলার রবিউল ইসলাম (৩৬) ও ভোররাতে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউপির সচিব ওবায়দুল হক (৪৫) এবং হাতীবান্ধা উপজেলার জান্নাতুল স্নিগ্ধা (৩৮) নামে এক গৃহিনী। ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হকের (৪৫) বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের চর খাটামারী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৬)। হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টিএনটি পাড়া আমজাদ হোসের স্ত্রী জান্নাতুল স্নিগ্ধা (৩৮)।জানা গেছে, চলবলা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল গত মঙ্গলবার (৬ জুলাই) অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেলের আইসোলেশনে ভর্তি করান। গত ১০ জুলাই তার করোন পজেটিভ আসে।

রোববার ভোরে চিকিৎসকরা তার মৃত্যু হয়। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের চর খাটামারী গ্রামের রবিউল ইসলাম (৩৬) করোনা পজেটিভ নিয়ে ছয় দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ দিকে হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টিএনটি পাড়া আমজাদ হোসের স্ত্রী জান্নাতুল স্নিগ্ধা (৩৮) করোনা পজেটিভ হয়ে ১৫ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজ রোববার ভোরে মৃত্যু হয়। চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ইউপি সচিব ওবায়দুল হক অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় তিনজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষের উদাসিনতায় দিন দিন জেলায় মৃত্যু ও আক্রান্তের হার বারছে। করোনায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধী অবস্থায় ৩ জনের মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সর্তক হয়ে চলাচল করতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন