পীরগাছায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২১ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২১

রংপুরের পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের কালীগঞ্জের ইয়াকুব আলী (৮৫), সদরের খলিলুর রহমান (৩৭), রংপুরের জাকারিয়া (৩১), শুল্লিপাড়ার আঞ্জুমান আরা (৫৫), অনন্তরামের আলমগীর খান (৩২), প্রতাপজয়সেনের রাজু আহমেদ (৩৬), সৈয়দপুরের সাঈদ আহমেদ (২৭), সুখানপুকুরের মিজানুর রহমান (৩৫), তালুক ইসাদের আসাদুল (৪৩), বড় পানসিয়া গ্রামের আসাদুজ্জামান (৩৫), গুয়াবাড়ী গ্রামের রবিউল ইসলাম (৪২), পবিত্রঝাড়ের মিলন মিয়া (৩৫) ও পূর্বদেবু গ্রামের জুলেখা (৫০)।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৩৭৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৩ জন । চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন।