লালমনিরহাটের পাটগ্রামে করোনা'র টীকা নিয়ে গুরুতর অসুস্থ ১

এ,এল,কে খান জিবু,লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু,লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু,লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২১ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা'র টীকা নেয়ার ১০ মিনিট পরেই এক মহিলা গুরুতর অসুস্থ হবার খবর পাওয়া গেছে । জানা যায় টিকা নেওয়ার পর প্রথমে তার বাম হাতে যন্ত্রনা অনুভব হয় ।

কিছুক্ষণের মধ্যে ওই মহিলার বাম হাত ও বাম পা তুলতে পারেন না। এমতাবস্থায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) প্রেরোন করা হয়েছে বলে পাটগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেন জানান গতকাল রাতে তাকে রমেকে ভর্তি করা হয়েছে।

মেডিসিন বিভাগের মহিলা ৩০ নং ওয়ার্ডের ৬ নং বেডে চিকিৎসাধীন আছেন। রোগির পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩ টার ঘটনা। পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বাসিন্দা হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হোসেন আলীর স্ত্রী শারমিন সুলতানা স্মৃতি (৪০) করোনা'র টীকা নেয়ার পর পরই অসুস্থতা অনুভব করেন বলে স্বামী হোসেন আলী জানান।

এবিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।