ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

দিনাজপুর ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত মৎস কর্মকতা আঃ হান্নান।উপজেলা মৎস কর্মকর্তার কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা জানান।

তিনি বলেন, ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।এসময় মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলার সাত টি পুকুরে ২৬৩ কেজি পোনা মাছ অবমুক্তি করা হবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা রাফেউল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন সহ সাংবাদিক বৃন্দ। 

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস সপ্তাহ ২০২১ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।