মাটিরাঙ্গায় সেনা অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠসহ আটক-১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২১ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২১

খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ অবৈধ সেগুন কাঠ আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী।

বুধবার (১৮ই আগস্ট) দুপুরের দিকে ট্রাক ভর্তি অবৈধ কাঠসহ জহুরুল ইসলাম(৪৪) নামক এক কাঠ পাচারকারীকে আটক করে সেনাবিহনী। 

খাগড়াছড়ি থেকে আসা অবৈধ সেগুন কাঠ বহনকৃত একটি ট্রাক ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন সদর অতিক্রম করার সময় ডিউটিরত সেনাসদস্য ট্রাকটিকে দাড়ানোর সংকেত দিলে ট্রাক চালক সংকেত উপেক্ষা করে ট্রাক চালিয়ে জোন সদরের আরপি গেট অতিক্রম করে চলে যাওয়ার সময় মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠসহ ট্রাকটি জব্দ করে।

মাটিরাঙ্গা ফরেস্ট অফিস জানায়, আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১৯৪.৮৭সিএফটি যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হতে পারে। 

মাটিরাঙা জোন জানায়, অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।