রংপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আপেল মাহমুদ, রংপুর  জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার শ্লোগানে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানাধীন ১৫নং ওয়ার্ডের  ১নং বিট এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট সকল শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল  ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগষ্ট) রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড  মডার্ণ মোড়ে ১নং বিট এলাকায় রংপুর পাবলিক স্কুল মাঠে  দুপুর ১২ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর  সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে পবিত্র কোরআনে থেকে তেলাওয়াত করেন- হাফেজ আব্দুর রহমান, গীতা পাঠ করেন- শ্রী খোকন চন্দ্র সরকার। 

উক্ত বিট পুলিশিং সমাবেশে তাজহাট থানার পিএসআই আল-আমিন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ১নং বিট ইনচার্জ এসআই সুলতানা। উক্ত অনুষ্ঠানে ১৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন, মডার্ণ মোড় উপ-কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা সাগর হাসান হাবীব, বিট পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমনে বিট পুলিশিং এর ভূমিকা শীর্ষক বক্তব্য রাখেন- মাহিগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুর রউফ, ১৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাবেক ছাত্রনেতা ইমাদ মিয়াসহ অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) আলতাব হোসেন বলেন- বিট পুলিশিং কার্যক্রম পুলিশকে জনগণের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিট পুলিশিং কার্যক্রমের ফলে মানুষ এখন থানায় না গিয়ে বরং সংশ্লিষ্ট বিট অফিসেই অনেক সমস্যা সমাধান করছে। ফলে থানায় যাওয়া আসা সহ নানাবিধ সুবিধা নিশ্চিত হচ্ছে। এমনকি কোন অপরাধ মুলক তথ্য খুব সহজেই পুলিশের কাছে পৌছানো সম্ভব হচ্ছে।

উক্ত দোয়া বিট পুলিশিং সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক মারফত আলী, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হোসেন, মডার্ণ মোড় পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্রসহ অত্র ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট সকল শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।