রংপুরে মাছ শিকারে অবৈধ জাল ব্যবহার করায় জরিমানা

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২১ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে গতকাল (৩০ আগষ্ট) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধামোবাইল কোর্ট পরিচালনা করে শ্রী নিটুল দাস নামের এক ব্যাক্তিকে এক হাজার টাকা জরিমানা করেন তিনি।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন- বর্ষার মৌসুমে মাছের বংশবিস্তার ঘটে। কিছু অসাধু ব্যাবসায়ী অবৈধ জাল ব্যাবহার করে মাছ শিকার করছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আজ একজনকে জরিমানা করেছি সেই সাথে অবৈধ জাল জব্দ করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।