কুড়িগ্রামে নতুন করে ব্রহ্মপুত্রের বেড়েছে পানি

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

উজানের পাহাড়ী ঢলে আর ভারতে কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র,ধরলা,তিস্তা,দুধকুমারসহ ১৬ টি নদ-নদীর পানি গত ১ সপ্তাহ থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে,কুড়িগ্রামের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে । ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলোয় বন্যার কবলে পড়ে বিপাকে দিন অতিবাহিত করছেন তীরবর্তীতে বসবাসরত মানুষেরা। নদ-নদীগুলোর অববাহিকার চর ও দ্বীপ চরের প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে  জীবন-যাপন করছে।

বুধবার(১ সেপ্টেম্বর ) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়,সকালে ব্রহ্মপুত্রের পানি বেড়ে চিলমারী পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার, ধরলার পানি সামান্য কমে সেতু পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম কৃষি অফিসের তথ্যমতে,বন্যার পানিতে তলিয়ে আছে ১৬ হাজার ৪'শ ৭ হেক্টর জমির রোপা আমন ও ২'শ ৭০ হেক্টর জমির সবজি ক্ষেত। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে,বন্যার্তদের জন্য ২৮০ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।যা পর্যায়ক্রমে বিতরণের প্রস্তুতি চলছে।