সাপাহারে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য’র আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুফলভোগীদের প্রশিক্ষণ,বিভিন্ন উপকরণ বিতরণ সহ অবৈধ জাল পুড়ে ধ্বংস করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ৩ জন সুবিধাভোগীর মাঝে ১৭ ব্যাগ মাছের খাদ্য বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবিগন।