রংপুরে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

বৃক্ষরোপন ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (০১ আগষ্ট) দুপুরে সবুজ আন্দোলন রংপুর জেলা শাখার আয়োজনে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি তছলিম উদ্দীন ও আলোড়ন বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আনছারী, যুগ্ম আহবায়ক সবুজ আন্দোলন রংপুর জেলা শাখা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- সবুজ আন্দোলন রংপুর জেলা শাখার সদস্য সচিব এম এ জামান, সাঁকো'র চেয়ারম্যান এনামুল হক ,কল্যাণী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার শাহীন মির্জা সুমনসহ বিশিষ্টজনরা ।

আলোচনা সভা শেষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে দিনদিন পরিবেশ দূষিত হচ্ছে। তাই জেলার পরিবেশ বিপর্যয় রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা।