পুঠিয়ায় অলিভা হারবাল ক্রিম ও নকল অলি ভয়েল সহ প্রসাধনী তৈরির কারখানা জব্দ, আটক ১

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রাজশাহীর পুঠিয়ার কান্দ্রা এলাকা থেকে অনুমোদনহীন অলিভা হারবাল ক্রিম ও নকল পাকিস্থানের অলিভয়েল সহ প্রসাধনী তৈরির কারখানা জব্দ ও সেই কারখানায় থাকা একজন কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পুঠিয়া পৌরসভা এলাকার গোপালহাটি তেল পাম্পের বিপরীতে সালাউদ্দিনের বাড়ি এবং তার পার্শ্বে ভাড়াকৃত বাড়ী থেকে সেই মালামাল গুলো জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ সোহওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া পৌর এলাকায় গোপালহাটি তেল পাম্পের বিপরীতে সালাউদ্দির বাড়ি এবং তার পার্শ্বে ভাড়াকৃত বাড়ী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় সালাউদ্দিনের বাড়ী থেকে ক্রীম ও বডি লোশন এবং নকল বিভিন্ন প্রসাধনী তৈরির যাবতীয় মালামাল, মেশিনপত্র জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

সালাউদ্দিনের গ্রামের বাড়ি একই উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে।