পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশের অভিযানে ৩ জুয়াড়ী আটক

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া বিরোধী অভিযানে ৩ জুয়াড়ীকে আটক করেছে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

পুলিশ সুপার গাইবান্ধার নির্দেশনায় পলাশবাড়ী থানাকে জুয়ামুক্ত রাখার লক্ষ্যে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম, এএসআই রবিউল ইসলামসহ তদন্ত কেন্দ্রের সঙ্গীয় পুলিশের একটি টিম উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের জহুরুল মাষ্টারের মেহগনি গাছের বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়াড়ীকে হাতে নাতে আটক করে। এসময় অন্যান্য জুয়াড়ীরা পালিয়ে যায়। আটককৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার হরিনাথপুর ইউপি’র তালুকজামিরা গ্রামের সাইদার রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৪০), একই গ্রামের মৃত আশমত প্রামাণিকের ছেলে সেকেন্দার আলী (৫৫) ও মৃত তয়ান উদ্দিনের আঃ রহিম (৫৮)। 

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।