তারাগঞ্জ উপজেলায় সার ও বীজ বিতরণ

দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পেঁয়াজের চাহিদা পূরণের লক্ষে মৌসুম ছাড়াই পেঁয়াজ উৎপাদনের লক্ষে পেঁয়াজ বীজ ও সার এবং বীজ উৎপাদনের লক্ষে নাভী পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা হলরম্নমে এ বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি প্রনোদনার আওতায় উপজেলার প্রান্ত্মিক পর্যায়ের ৪০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজও ৪০ কেজি সার এবং ১৫ জন কৃষককে আধা কেজি নাভী পাট বীজ ও ৩০ কেজি সার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্‌সুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল সরকার প্রমুখ।