খাগড়াছড়িতে রাঙামাটির পাকুয়াখালী হত্যাকান্ডের বিচার দাবিতে পিসিএনপি'র মানববন্ধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়িতে রাঙ্গামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে নৃশংসভাবে ৩৫কাঠুরিয়া হত্যার বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা, ১৯৯৬সালের ৯সেপ্টেম্বর ৩৫কাঠুরিয়াকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

এসময়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় সি: যুগ্ন সম্পাদক খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো: আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শাখার আহবায়ক জালাল আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৯৬সালের ৯সেপ্টেম্বর রাঙ্গামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে বৈঠকে ডেকে ৩৫কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা। ৯সেপ্টেম্বর পার্বত্য এলাকার বাঙালিদের কাছে এ দিনটি কালো দিন হিসেবে পরিচিত। পার্বত্য এলাকার বাঙ্গালীরা এ দিনটি পাকুয়াখালী ট্রাজেডি তথা ৩৫কাঠুরিযা হত্যাকান্ড দিবস হিসেবে পালন করে থাকে। এবারও উক্ত হত্যাকান্ডের বিচারের দাবিতে দিবসটি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি)।