ঘোড়াঘাটের কৃতি সন্তান ফরহাদ হোসেন পেলেন শুদ্ধাচার পুরুস্কার

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃতি সন্তান মোঃ ফরহাদ হোসেন কে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭' অনুযায়ী ১ হতে ১০ তম গ্রেডের কর্মকর্তাগণের মধ্য হতে নির্বাচিত ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

ফরহাদ হোসেন পৌর সভার ৮ নং ওয়ার্ডের মরহুম আবু বক্কর সিদ্দিকের সন্তান।বর্তমানে সহকারী রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কর্মরত আছেন।

গত ৬ সেপ্টেম্বর(সোমবার) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ এর অতিরিক্ত সচিব জনাব দীপক চক্রবর্তী "শুদ্ধাচার পুরস্কার" প্রদান করেন।পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা করা এই শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ গুণাবলি।

জনাব ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে “শুদ্ধাচার পুরুষ্কার ২০২০ - ২০২১"প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ কে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে দ্রুততার সাথে সহজে জনসেবা প্রদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা আমাকে আরো অনুপ্রাণিত করেছে ।এসময় তিনি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এর সকল পর্যায়ের কর্মকর্তাদের  আন্তরিক ধন্যবাদ এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।