প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় একজনের কারাদন্ড

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় নাটোরের সিংড়ার আক্তার হোসেনকে সাত বছরের কারাদন্ড প্রধান করেছে আদালত।

একই সাথে একলাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেছে।

সোমবার বেলা সাড়ে এগারটায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত এর বিচারক জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগো প্রযুক্তি আইন ৫৭ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামের আকতার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। পরদিন একই এলাকার মকলেছুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে চার্জশীট প্রদান করে। তথ্য, উপাত্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় প্রদান করে।রায় প্রদানকালে আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আসামীর সর্ব্বোচ সাজা হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।