খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক-১

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের এক অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও সেনাবাহিনী বিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু(৪৭)কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা রিজিয়ানের জি টু আই, মেজর মোঃ তাইজুল ইসলাম’র নেতৃত্বে বাইল্যাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রঞ্জিত বাবু জেলার রামগড়ের জগন্নাথ পাড়ার শিশির মহাজন এর ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রী লোকাল বাস(ঢাকা মেট্রো জ-১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ রঞ্জিত বাবুকে আটক করা হয়।

এ সময় তল্লশি চালিয়ে ১টি দেশীয় এলজি, ২রাউন্ড তাজা গুলি, সেনাবাহিনী বিরোধী পোষ্টার, ১টি মোবাইল এবং নগদ ১হাজার ৬'শ ৫০টাকাসহ আটক করে তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার  অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টার সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।