লক্ষ্মীছড়িতে সেনবাহিনীর উদ্যোগে লুঙ্গী ও সেন্ডেল কারখানা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গুইমারা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ১টি লুঙ্গী ও সেন্ডেল কারখানা স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কারখানাগুলো উদ্বোধন করেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

লুঙ্গী ও সেন্ডেল কারখানাটি লক্ষ্মীছড়ি এলাকার অনগ্রসর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও আয়ের উৎস সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।

শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়নে ও স্বনির্ভর কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

দুর্গম পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের উন্নয়নে প্রকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গুইমারা রিজিয়ন ভবিষ্যতেও সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে রিজিয়ন কমান্ডার অভিব্যক্তি প্রকাশ করেন।