নিজের ৭৬তম জন্মদিনে স্বশরীরে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় থেকে বিরত থাকতে বলেছেন বিএনপি নেতা-ড.খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

দেশবরেণ্য বর্ষীয়াণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন তাঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে -- দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি'র নেতা-কর্মী, সমর্থক, শুভার্থী, শুভাকাংখী- 

বিশেষ করে দাউদকান্দি, মেঘনা, তিতাস এবং হোমনা উপজেলা তথা প্রিয় দেশবাসীকে ফুলেল শুভাশীষ ও শুভেচ্ছা জানিয়েছেন! 

বিএনপি'র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ৭৬তম জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, '১ অক্টোবর আমার জন্মদিন! আল্লাহ-তায়লার অসীম রহমতে, আপনাদের দোয়ায় সুস্থভাবে বেঁচে আছি।  এই জন্য আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি! শোকর আলহামদুলিল্লাহ!

তিনি বলেন,'আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি কখনোই ঘটা করে জন্মদিন পালন করিনি। বাংলাদেশে বর্তমানে  করোনা আগ্রাসনের তীব্রতা হ্রাস পেয়েছে ঠিকই, কিন্তু করোনা এখনও বিরাজমান। মহামারির আতংক কাটেনি। মানুষ চরম উৎকন্ঠা রয়েছে। তাই স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখা অতীব জরুরী। এই বিষয়ে গাফিলতি করার কোন সুযোগ নেই। এমতাবস্থায় আমার জন্মদিনে অনেক নেতা-কর্মীর উপস্থিতি এবং শুভেচ্ছা বিনিময় করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ভীতিকর । তাই স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে স্বশরীরে উপস্থিত হয়ে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকার জন্য আমি দলীয় নেতা-কর্মীসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।'

বিএনপির এই প্রবীণ নেতা  বলেন, 'আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ-তায়ালা আমাকে সুস্থ রাখেন  এবং সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে পারি। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি- আপনাদের আগামী দিনগুলো আরও নিরাপদ এবং শান্তিময় হোক, পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন! 

এই  মহামারি  পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পড়ুন, সাবধানে থাকুন! আল্লাহ আমাদের সহায় হোন,আমিন।https://www.facebook.com/181246782480622/posts/919019412036685/