বান্দরবা‌নে নওমুসলিমকে গু‌লি ক‌রে হত্যার প্রতিবা‌দে খাগড়াছড়িতে মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২২ জুন ২০২১ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ২২ জুন ২০২১




বান্দরবা‌নে মসজিদের ইমাম নওমুসলিম মোঃ ওমর ফারুকে গুলি ক‌রে হত্যার প্রতিবা‌দ ও খুনী‌দের গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শা‌স্তির দাবী‌তে মানববন্ধন  করেছে খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ।


মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি

ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সেক্রেটারি মাওলানা মুফতি রবিউল ইসলাম শামিম, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী পানছড়ি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাব্বির আহমেদ, রামগড় উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, মুহাঃ আবুল মনছুর, মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।


এসময়, বক্তাগণ ব‌লেন, উপজাতীয় সন্ত্রাসী সশস্ত্র ক্যাডাররা ১৮জুন শুক্রবার রাত ৯টার ‌দি‌কে জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত তুলাছড়ি রায়চন্দ্র পাড়ার মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম মোঃ ওমর ফারুক এশার নামাজ শেষে ঘরে ফেরার সময় একদল উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী খুব কাছ থে‌কে তার মাথা লক্ষ্য ক‌রে গু‌লি চালায়। এ‌তে তি‌নি মাথায় গু‌লি বিদ্ধ হ‌য়ে ঘটনাস্থ‌লে মৃত্যুবরণ করেন। 


আমরা ম‌নে ক‌রি মোঃ ওমর ফারুকের  হত্যাকাণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্ত্রাসীরাই জড়িত। কারণ নওমুসলিম ওমর ফারুককে মুসলিম হওয়ার পর থেকেই তাকে প্রাণনাশের  হুমকি  দিয়ে আসছিল এ দলের সন্ত্রাসীরা। 


পার্বত্য চট্টগ্রামে শুধু বাঙালিরা নয়, তাদের জুলুম নির্যাতন থেকে পাহাড়িরাও নিরাপদ নয়। তারা পাহাড়ে চাঁদাবা‌জি, অপহরন, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে। ‌‌প্রতিনিয়ত পাহাড়ে মুসলমানদের উপর হামলার ঘটনা ঘট‌ছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি স‌মি‌তি না‌মে শসস্ত্র সংগঠনটি‌কে নি‌ষিদ্ধ কর‌তে হ‌বে। বক্তাগণ অবিলম্বে মস‌জি‌দের ইমাম মোঃ ওমর ফারুক হত্যাকারী‌দের গ্রেফতার করে বিচা‌রের আওতায় এ‌নে দৃষ্টান্ত মুলক শা‌স্তি নি‌শ্চিত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।


এদিকে ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখার উদ্যোগে এক মানববন্ধন আজ মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। 

জেলা সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন, সেক্রেটারি মাওলানা কাউছার আজিজি, জেলার যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন সুরুজ, সেক্রেটারি মাওলানা বশির উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি  আল আমিন প্রমুখ।