মহালছড়িতে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করলেন চেয়ারম্যান রতন কুমার শীল

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্ত অসহায় দুস্হ ৭০জনের মাঝে  জিআর’র নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মহালছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জিআর’র নগদ ১হাজার টাকা জনপ্রতি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো:নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হওয়ায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্হ হতদরিদ্র ৭০জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল জিআর’র ১হাজার টাকা করে নগদ অর্থসহ বিভিন্ন সময়ে খাদ্যসামগ্রী সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। 

সারাদেশের ন্যয় মহালছড়িতেও হতদরিদ্র জনগোষ্ঠীর নাজুক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।