ধামইরহাটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২১ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২১

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা  পালিত হয়েছে। ২৩ জুন বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. দেলদার হোসেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী মন্ডল, ধামইরহাট পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, প্যানেল মেয়র মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজু আরা, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্র্ষিকী পালিত হয়েছে।

ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সভাপতি তনছের আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি আ. রউফ বাচ্চু প্রমুখ।