বাংলাদেশ আ'লীগ’র ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়িতে পালিত

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য অঞ্চল প্রতিনিধিঃ
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য অঞ্চল প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য অঞ্চল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৩ জুন ২০২১ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ২৩ জুন ২০২১

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ'র ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামীলীগ'র উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ'র সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ'র সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, এম এ জব্বার, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ'র সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগ সভাপতি কে এম ইসমাইল। 

এছাড়াও আওয়ামীলীগ'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।