সাপাহারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ২৪ জুন ২০২১ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ২৪ জুন ২০২১




 করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নওগাঁর সাপাহারে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।


বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে  উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয় । এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ১৮ টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।


এছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।