পলাশবাড়ীতে পানিতে ডুবে এক শিক্ষার্থী'র মৃত্যু

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি: আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ২৪ জুন ২০২১ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ২৪ জুন ২০২১





গাইবান্ধার পলাশবাড়ীতে নানার বাড়ীতে বেড়াতে

এসে আর নিজ বাড়ী গোবিন্দগঞ্জে ফেরা হলোনা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ’র (১১)। হৃদয় বিধারক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউপি'র হাসানখোর গ্রামে। 


জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের আজমল হোসেনের ছেলে আব্দুল্লাহ গত কয়েকদিন আগে পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপির হাসানখোর গ্রামের সাবেক ইউপি সদস্য নানা আব্দুর রহিমের বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার দুপুরে অন্যান্য সঙ্গীদের সাথে পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে যায়।

ভরাট নদীতে অজ্ঞাত গর্তে পড়ে গিয়ে সাঁতার না জানায় সে আর উপরে উঠতে না পারায় নিখোঁজ হয়। আব্দুল্লাহকে উদ্ধারে তাৎক্ষণিক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ডুবন্ত আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করে।

পরে তার দাফন সম্পন্ন করতে গোবিন্দগঞ্জের গ্রামের বাড়ীতে নেয়া হয়। শিশু আব্দুল্লাহ’র আকস্মিক অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।