ঘোড়াঘাটে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফেনসিডিল সহ আটক

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

দিনাজপুর ঘোড়াঘাটে ৮ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আসামিরা হল, ঘোড়াঘাট পৌর এলাকা নয়াপাড়ার (বর্তমান সাং- শহরগাছি,হঠাৎ পাড়া) মোঃ ছারমান এর ছেলে লাবু মিয়া (৩৫) অপরজন ঘাটপাড়ার মৃত আঃ রশিদ এর ছেলে মুক্তার হোসেন (৩৯)।এর মধ্যে লাবু মিয়া বগুড়া জেলার মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে পৌর সভার ৪নং ওয়ার্ডের ঘাট পাড়ার মুক্তার মিয়ার বাড়িতে মাদক দ্রব্য ফেনসিডিল ক্রয়বিক্রয় হচ্ছে এমন খবরের ভিত্তিতে এএসআই রাখিমুজ্জামান রানা পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে দুইজন কে আটক করে।পরে তাদের দেহ তল্লাশি করে  লাবুর কাছে ৫ বোতল এবং মুক্তার মিয়ার কাছে ৩ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় এসআই খুরশিদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে দুইজনকে আসামি করে একটি মামলা রুজু করেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) আবু হাসান কবির,পিপিএম (সেবা) বলেন, ফেনসিডিল সহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার মধ্যে একজন চার বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি এবং দুই জনই একাধিক মাদক মামলার আসামি।বুধ বার (২০ অক্টোবর) আসামিদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।