চিলমারীতে ২টি শুশুক উদ্ধার, জরিমানা ২জনকে

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি: এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ২৪ জুন ২০২১ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪



 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা এলাকা থেকে বৃহস্পতিবার(২৪জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশ রমনা এলাকা থেকে মৃত অবস্থায় ২টি শুশুক উদ্ধার করেন। এবং ক্রেতা সুজন চন্দ্র ও পরিবহনকারী আম্বার আলীকে আটক করেন ।


পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটককৃতদের দোষী সাব্যস্ত করে ক্রেতার ৫ হাজার ও পরিবহনকারীর ৫ হাজার টাকা জরিমানা করেন।


ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতায় বন বিভাগ উপজেলা প্রশাসন অফিসের মাঠে মৃত শুশুক দু’টিকে মাটিচাপা দেয়া হয়েছে।