খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ঘাতকের লাঠির আঘাতে যুবক খুন, গ্রেফতার-২

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়ার ছোট পানছড়ি এলাকায় ঘাতকের এলোপাথাড়ি লাঠির আঘাতে থুইছা মার্মা(২০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে ইয়াবা ক্রয় নিয়ে বিরোধের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় থুইসা মার্মা ওই এলাকায় গিয়ে মদ্যপান করে। ইয়াবা ক্রয় নিয়ে বিরোধের এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেুইমং মারমা নামের এক ব্যক্তি লাঠি দিয়ে ওই যুবকের মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু ঘটে।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, শনিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে থুইসা মারমাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পারি।

এ ঘটনায় নিহতের বাবা চাথুইপ্রু মারমা বাদী হয়ে ঘাতক আপ্রেইমং মারমাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরে পুলিশ ২জনকে আটক করেছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।