সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২১ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাপাহার থানা পুলিশের আয়োজনে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নের্তৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা সহ গ্রামপুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।